নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় স্কুল পর্যায়ে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে হাসিমুখ, সেঞ্চুরি আয়োজনে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন প্রমুখ।
পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ
পূর্ববর্তী পোস্ট