নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ বিনেরপোতা সাতক্ষীরার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা রবিবার সকাল ১০ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র’র সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিস্ট ব্যবসায়ী আবুল হোসেন মো. মকসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মাহবুর রহমান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল মজিদ, গণিত বিভাগের অধ্যাপক কমলেশ চন্দ্র মন্ডল, ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ কলেজের শিক্ষমন্ডলী, কর্মচারিবৃন্দ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্যালেন্ডার, রুটিন, মিষ্টি দিয়ে কলেজের নতুন ছাত্র ছাত্রীদের বরণ করে নেন প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ।
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে নবীন বরণ
পূর্ববর্তী পোস্ট