বিশেষ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ০৮ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় ধুলিহর দরবাস্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ধুলিহর ০৮ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলোক ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, সামিউল ফেরদাউস পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসান বাহার বুলবুল, গনেষ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের নেতা স, ম জালাল উদ্দিন, আজহারুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, আব্দুস সালাম সানা, দিনেশ দত্ত, আরশাদ আলী, আনান্দ সরকার, মহিদ মাষ্টার প্রমূখ। সম্মেলনে প্রথম অধিবেশন পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে অতিথিরা সর্বসম্মতিক্রমে মো. তবিবুর রহমান কে সভাপতি ও বাবুর আলী কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। আগামী ০৩ বছরের জন্য এই কমিটি বহাল থাকবে।
ধুলিহর ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তবিবুর ও সম্পাদক বাবর আলী
পূর্ববর্তী পোস্ট