সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শার সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম সুমন কর্তৃক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি ও শীলতাহানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুমন’কে আজ দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার সাড়াতলা সড়ক ও বিদ্যালয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মাদ, ও ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী। এ সময় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও অভিভাবকরা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দপ্তর সাইফুল ইসলাম সুমন’কে চাকরি থেকে বহিস্কার, ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিদ্যালয়ের ছাত্রীরা বলেন, আমাদের সাথে সাইফুল ইসলাম (সুমন) সব সময়ে খারাপ ব্যবহার করে। এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি। এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। সঠিক তদন্ত সাপেক্ষে যেটা বেরিয়ে আসবে সেটা মেনে নেওয়া হবে। সে দোষী প্রমানিত হলে শাস্তি পাবে। শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি ইউএনও স্যার এর মাধ্যমে জানতে পেরেছি। আমি ৩ দিন ট্রেনিংয়ে ছিলাম। আজকে সরেজমিনে তদন্ত করেছি। তদন্তের রিপোর্ট দাখিল করে, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। শার্শা থানার (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, এক ছাত্রীকে যৌন হয়রানি ও শীলতানানীর অভিযোগ এনে ঐ ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন। তার পর থেকে অভিযুক্ত সুমনকে গ্রেফতারের জন্য মাঠে নামে পুলিশ, অবশেষে সুমন’কে আজ দুপুরে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
শার্শায় যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট