এসএম মুকুল, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ রাসেল স্মৃতি ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে বঙ্গবন্ধু পরিষদ পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুস্থ ও সুন্দর জীবন গড়তে বেশি বেশি খেলার আহ্বান রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ ডিবি ইউনাইটেড হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সম শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, ডি,বি, ইউনাইটেড হাই স্কুলের বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষা অনুরাগী শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. নূর ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য শেখ লুৎফর রহমান প্রমুখ। উদ্বোধন খেলায় সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব ২-০ গোলে বসুখালী সবুজ বাংলা ক্লাবকে পরাজিত করে। আগামী কাল কুন্দপড়িয়া উদয়ন সংঘ বনাম গাভা ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম দিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো. গোলাম রব্বানী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় নৌকার কান্ডারী বীর মুক্তিযোদ্ধা এমপি রবির হাতে ৭৭ টি তাজা গোলাপ উপহার দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। খেলায় মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন একরামুজ্জামান জনি, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তানজিরুল ইসলাম ও ইসমাইল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।
শহীদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট