নিজস্ব প্রতিবেদক: নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার আয়োজনে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী আবু হেলাল’র সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. শেখ রাশিদ আহমেদ’র সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। দোয়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আইয়ের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমীন, থানাঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মো. শহিদুল ইসলাম, নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাও. মুফতি ইলিয়াছ খান, জেলা কৃষকলীগের সদস্য খন্দকার আনিছুর রহমান তাজু প্রমুখ। দোয়া ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমপি রবি কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন মসজিদের কাজ পরিদর্শণ করেন এবং মসজিদ নির্মাণে তার পক্ষ থেখে আর্থিক সহযোগিতার আশ^াস দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রিজভী আহমেদ, কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য মীর তুহিন হাসান, শেখ আবিদ হাসান রিপন, আব্দুল আলিমসহ নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আইয়ের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমীন।
নলকুড়া কাসিমুল উলুম মাদরাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট