
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোজাডাঙ্গা গ্রামে ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় ঘোজাডাঙ্গা যুব কমিটির আয়োজনে ঘোজাডাঙ্গা সার্বজনীন মন্দিরে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে পুরোহিত শ্রী-পদ মন্ডল পূজা অর্চনার মধ্য দিয়ে মনসা পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা যুব কমিটির সভাপতি বাবু কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, ঘোজাডাঙ্গা যুব কমিটি অন্যান্য সকল সদস্য ও নেতৃবৃন্দ এবং উক্ত গ্রামে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ। পূজাটি সুন্দরভাবে পালনের জন্য সার্বিক তত্ত্বাবধান ও দায়িত্বে ছিলেন ঘোজাডাঙ্গা যুব কমিটির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল, ঘোজাডাঙ্গা যুব কমিটির সভাপতি কান্তি মন্ডল জানান তাদের এই সার্বজনীন মন্দিরটি নতুন তৈরি হয়েছে সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষ একত্রিত হয়ে বিভিন্ন পূজার অনুষ্ঠান উপভোগ করে এবং দূর-দূরান্ত থেকে মানুষ সেখানে আসে। কিন্তু মন্দির সংলগ্ন কিছু রাস্তা মাটির রাস্তা হওয়ায় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়, তাই তিনি উক্ত ইউনিয়নের ইউপি সদস্য, চেয়ারম্যান ও জন প্রতিনিধিদের কাছে উদত্ত আহবান রেখেছেন যে মন্দিরটি সুন্দরভাবে সাজাতে ও মাটির রাস্তাটুকু সংস্কার জন্য সকলের সহযোগিতা চান।