
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাসহ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি সম্প্রতি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য যে, ২৮ ডিসেম্বর মো. আজাহার আলী কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। সেই থেকে তিনি কালিগঞ্জ উপজেলার ভূমি সেবা গ্রহিতাদের কল্যাণে ব্যাপক অবদান রেখেছেন।