কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে অবস্থিত মা হোটেল ও রনি হোটেলে লাইসেন্সের মেয়াদ না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অভিযোগে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম। ভোক্তা অধিকার আইনে উভয় হোটেলে ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো.রিফাতুল ইসলামের নের্তৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যসহ বেঞ্চসহকারীগণ উপস্থিত ছিলেন।
কলারোয়ায় হোটেল ব্যবসায়ীদের জরিমানা
পূর্ববর্তী পোস্ট