কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে অবস্থিত মা হোটেল ও রনি হোটেলে লাইসেন্সের মেয়াদ না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অভিযোগে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম। ভোক্তা অধিকার আইনে উভয় হোটেলে ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো.রিফাতুল ইসলামের নের্তৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যসহ বেঞ্চসহকারীগণ উপস্থিত ছিলেন।