আব্দুর রহিম, কালিগঞ্জ: হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপ হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, ছুফি মিজানুর রহমান প্রমুখ। সেমিনারে বক্তারা হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর জীবনাদর্শ, কর্মজীবন বিশাদ ভােেব আলোচনা করেন। উল্লেখ্য যে, খান বাহাদুর আহ্ছানউল্লা ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজহিতৈষী ছিলেন। যার অগ্রগামিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও তিনি একজন উচ্চ স্তরের আউলিয়া ছিলেন। বাংলার মুসলমানদের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন।
খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন
পূর্ববর্তী পোস্ট