আবু হাসান, কেশবপুর: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাজাসহ ১ ব্যবসায়ীকে আটক করেছে। এঘটনায় কেশবপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলার (নং ২)। থানা পুলিশ সূত্রে জানা গেছে (২ সেপ্টেম্বর শনিনার) থানার এসআই প্রশান্ত কুমার দাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রাম পরামানিক পাড়ায় অভিযান চালিয়ে নিতাই কুমার বিশ্বাসের ছেলে অমিত কুমার বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মফিজুর রহমান বলেন, এঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে রবিবার সকালে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
কেশবপুরে গাঁজাসহ যুবক আটক
পূর্ববর্তী পোস্ট