
আব্দুর রহিম, কালিগঞ্জ: আ’লীগের কালিগঞ্জ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আব্দুর রহমান (৫৯) আর নেই। (ইন্না লিল্লাহি…রাজিউন) শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরের বাজার গ্রামে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর বাজারগ্রাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা কাজী আব্দুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পরপরই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের বাড়িতে যেয়ে শোক জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা আ’লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ইতালী প্রবাসী বিশিষ্ট সমাজসেবক রনি আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।