আহবায়ক: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক: আব্দুস সাত্তার, নজরুল ইসলাম হিল্লোল ও তানভীর হোসেন সুজন
আব্দুর রহমান: দীর্ঘ ৯ বছর পর সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কমিটির অনুমোদন দেয়া হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে একজনকে আহ্বায়ক, তিনজনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত উক্ত কমিটি গঠন করা হয়। সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী কমিটিতে মিজানুর রহমান মিজানকে আহবায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এসএম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহবায়ক করা হয়। কমিটির সদস্যরা হলেন, মীর মহিতুল আলম, সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন অনু, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, শেখ তামিম আহমেদ সোহাগ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, রেজাউল ইসলাম রেজা, ইমরান হোসেন ও বশির আহমেদ। ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সাতক্ষীরা জেলা যুবলীগের অধীনস্ত সব শাখার সম্মেলন শেষ করে সাতক্ষীরা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে ওই পত্রে। জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান জানান, যোগ্য ও স্বচ্ছ ইমেজের ব্যক্তিদেরকে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। যারা কমিটিতে রয়েছেন, তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক। ৯০ দিনের মধ্যে সম্মেলন করার জন্য কেন্দ্রের নির্দেশ তিনি প্রতিপালন করবেন বলে জানান।