কিশোর কুমার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তালায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তালা উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবর রহমান, তাল উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মীর জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগৈর সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার। আলোচনা সভায় শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশু রাসেলসহ শাহাদাৎ বরনকারী সকলের আত্মার শাান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
তালায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট