আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মোলন কক্ষে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও চলাচলন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মো. আব্দুল্লাহ, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম, কালিগঞ্জ সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল খালেক, নায়ক সুবেদার শাহিনুর রহমান, নায়েক সুবেদার আবুল কালাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দুল্লাহ হাসান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাঈমুল ইসলাম নাঈম,কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শাহিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। আইন-শৃঙ্খলা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশন ও এলাকায় চুরি ডাকাতি বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।