আব্দুর রশিদ: শোকের মাসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) বেলা ১২টায় মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রান্না করা খাবার পেয়ে শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গ ও আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তাররা উপস্থিত ছিলেন। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ মাস ব্যাপি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।