রুবেল হোসেন: সাতক্ষীরার আইন অঙ্গণের ঐতিহ্যবাহী সংগঠন ল’ স্টুডেন্টস্ ফোরাম সাতক্ষীরার ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় সাতক্ষীরা ল’ কলেজে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উক্ত নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাব উদ্দীন সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক এ্যাডঃ মুনীর উদ্দীন। এ সময় নির্বাচন কমিশনার জান্নাতুন নাহার, নাজমুল হক, বিপ্লব হোসেন, অহিদুল ইসলাম, ল’ স্টুডেন্টস্ ফোরামের বিদায়ী সভাপতি সালাউদ্দীন রানা, সহ সভাপতি সীমা সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলী সহ ল’ স্টুডেন্টস্ ফোরামের সদস্য বৃন্দ এবং সাম্ভাব্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ ২১ আগস্ট, ভোটার তালিকার উপর আপত্তি ও সংশোধন ২৩ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৩ আগস্ট, মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান ২৬ আগস্ট, যাচাই-বাছাই ২৮ আগস্ট, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৯ আগস্ট, প্রার্থীতা প্রত্যাহার ২ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। এদিন বিকাল ৪ টা থেকে বিরতীহীনভাবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ পরবর্তী গণনা শেষে ঐ দিনই ফলাফল ঘোষনা করা হবে।
ল’ স্টুডেন্টস্ ফোরামের নির্বাচনী তফসিল ঘোষণা
পূর্ববর্তী পোস্ট