রুবেল হোসেন: উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে বাংলাদেশ কংগ্রেস এবং প্রয়োজনে সমমনা রাজনৈতিক দলগুলির সাথে জোট গঠন করবে দলটি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা ও কর্মশালায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়। শুক্রবার (১১ আগস্ট) বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে দলটির মহাসচিব ও সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন ও এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করিম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
এ সময় দলের ন্যাশনাল সিনেট সদস্য নিলুফার সুলতানা, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুর রউফ খান, কৃষি খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ সাইফুল আলম ফুয়াদসহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদকব্ন্দৃ, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
জোট গঠন প্রসঙ্গে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, “সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ রাখতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি চাপ সৃষ্টি করতে আন্দোলন করবে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জোট।”
জোট গঠনের ব্যাপারে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, “অনেক রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে জোটভুক্ত হয়ে ডাব প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক। তাদেরকে নিয়ে খুব শীঘ্রই একটি জোটের আত্মপ্রকাশ ঘটবে। জোটের নাম চুড়ান্ত করা হবে শরীক দলগুলোর সাথে পরামর্শ করে, তবে জোটের নাম “জাতীয় জোট” হওয়ার সম্ভাবনা রয়েছে।”
নির্বাচনকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি সভায় আহবান জানানো হয়। সেজন্য জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার করা এবং নির্বাচন কেন্দ্রগুলির সকল বুথকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবী জানানো হয়।