সাতনদী ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে টানা দুদিন বৃষ্টিতে পাটকেলঘাটা এলাকার নিম্ন অঞ্চলগুলি তলিয়ে গেছে। দুদিন হলো সূর্যের সাথে কোন দেখা নেই। সেই সাথে ছিন্নমুল খেটে খাওয়া মানুষের জীবন যাপন অতি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। গত রবিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে এখনও পর্যন্ত থামা থামি নেই। প্রচন্ড বৃষ্টির কারণে কেও বাড়ী থেকে বের হতে পারছেনা। নিতান্তই যাদের কোর্ট কাচারির দরকার তারা ছাড়া কারও বাইরে দেখা মিলছে না। এদিকে যারা দিন আনে দিন খায় তাদের দূরাবস্থা, নেই কোন কাজ, বাড়ীতে নেই চাল, নেই কোন গচ্ছিত টাকা। এদিকে পাটকেলঘাটা ৫টি ইউনিয়ন নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা ও খলিষখালীসহ এলাকার নিম্ন অঞ্চল অতি বৃষ্টির কারণে হাজার হাজার বিঘা মৎস্য চাষের ঘের তলিয়ে গেছে। ঘের মালিকদের মাথায় হাত। তারা যেকোন ভাবে জাল বা নেট পাটা ব্যবহার করে ঘেরের মাছ আটকাতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, এখনও দুদিন বৃষ্টি হতে পারে। অপরদিকে যে সব কৃষকরা আমন ধান চাষ করেছেন তাদের ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সামনের মৌসুমে আমন ধান ঘরে উঠতে নাও পারে এমন আশংকা করছে কৃষকরা।
অতিবৃষ্টিতে তলিয়ে গেছে পাটকেলঘাটার কয়েকশত মৎস্যঘের
পূর্ববর্তী পোস্ট