সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোকুলনগরে পাউবো’র বেড়িবাঁধে ছিদ্র হয়ে নদীর পানি ভিতরে ঢুকেছে। এলাকাবাসী দ্রুত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ রক্ষা করলেও পুনরায় ছিদ্রের সৃষ্টি হয়ে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির চাপে গোকুলনগর স্লুইস গেটের পাশে ক্লাব ঘর সংলগ্ন বেড়িবাঁধে ছিদ্র হয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। পানিতে ধান ফসলের বিল প্লাবিত হয়ে যায়। ছিদ্রের সন্নিকটে স্লুইস গেট থাকায় পানি খাল দিয়ে নদীতে বের করা সম্ভব হয়েছে। সেজন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নদের জোয়ারের চাপে বাঁধে ছিদ্রের সৃষ্টি হলে এক পর্যায়ে ছিদ্র বৃহত আকার ধারন করে এবং পানি লোকালয়ে প্রবেশ করে। জোয়ারের সময় ছিদ্রে আটকানো সম্ভব না হওয়ায় বিকালে ভাটার সময় ঘোগা-ছিদ্র আটকে দিতে সক্ষম হয় এলাকাবাসী। তবে এখনো সংশয় কাটেনি। কার্যকর ভাবে ছিদ্র না আটকালে কপোতাক্ষ নদের জোয়ারের চাপে যে কোন মুহুর্তে ঝুঁকিপূর্ণ এ বেড়িবাঁধ ভেঙ্গে লোকালায় নদীর পানি ঢুকে ফসল, ঘর বাড়িসহ নানা ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢলী জানান, ঘোগা সৃষ্টির পর তাৎক্ষণিক ভাবে কাজ করে রক্ষা করা গেলেও স্থায়ী বা দীর্ঘস্থায়ী করতে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া দরকার। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
আশাশুনিতে বেড়িবাঁধ ছিদ্র হয়ে লোকালয়ে পানি ॥ বাড়ছে আতঙ্ক!
পূর্ববর্তী পোস্ট