রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় কলারোয়া উপজেলা আ.লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সৈনিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার মুজিব। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোর্শেদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ আলী গাজী, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডালিম হোসেন, শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্টলাল গাইন, হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি আনসার আলী, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, পৌর কাউন্সিলর আকিমুদ্দন, আ.লীগ নেতা মারুফ হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কুশডাঙ্গা ইউপি সদস্য ফরিদ খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল সেজান, সাধারণ সম্পাদক পলাশ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মল্লিক। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।