কিশোর কুমার: দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকেলে তালা ডাকবাংলোর সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে ডাকবাংলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক প্রভায়ক রাজিব হোসেন রাজু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান (ডানলপ) প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বিগত দিনে জামায়াত বিএনপির সন্ত্রাসীমূলক কর্মকান্ড তুলে ধরেন। আগামীতে এধরনের ঘটনা ঘটনানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
তালায় আ’লীগের বিক্ষোভ মিছিল
পূর্ববর্তী পোস্ট