আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা গুরুতর। আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন সিপিএমের সাবেক এই জ্যেষ্ঠ নেতা। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ পিটিআই সংবাদ মাধ্যমকে জানান, তার শারীরিক অবস্থা অবনতির দিকে। নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত হাসপাতালে আনা হয়। বুদ্ধদেব গুরুতর অসুস্থ জানার পর সির্পিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, ‘আমরা অসুস্থতার কথা জেনেছি। তিনি দীর্ঘদিন অসুস্থ। আজ (শনিবার) সকাল থেকে আরও অবনতি হয়।
হাসপাতালে ভর্তির খবরে সিপিএমের শীর্ষ নেতারাও সেখানে ছুটে যাচ্ছেন। সাবেক মুখ্যমন্ত্রীর অসুস্থতায় উদ্বেগ জানিয়ে সুস্থতা কামনা করেন রাজ্যপাল। তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন
হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য, অবস্থা সংকটাপন্ন
পূর্ববর্তী পোস্ট