সাতনদী ডেস্ক: মারপিট, শ্লীলতাহানি ও খুন জখমের হুমকীর প্রতিবাদে থানায় মামলা দায়ের করায় মুঠোফোনে কলেজছাত্র মাহতীর মুন্না তুহিনকে জীবন নাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকীর শিকার মাহতীর মুন্না তুহিন শ্যামনগর সরকারী মনসিন ডিগ্রী কলেজের এইচএসসির বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। এ সংক্রান্ত একটি কল রেকর্ড দৈনিক সাতনদীর হাতে এসে পৌছেছে। প্রকাশিত কল রেকর্ড সুত্রে জানা যায়, শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টা ৫২ মিনিটে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামরে নেদু মাঝির ছেলে বাবলুর রহমান এবং কওছার মাঝির পুত্র আলম মাঝি তাদের ব্যবহৃত ০১৯৬৭……৯১ নাম্বার থেকে ফোন করে কলেজ ছাত্র মাহতীর মুন্না তুহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কবর খুড়ে রাখার কথা বলে।
ঘটনা সুত্রে জানা যায়, কলেজ ছাত্র মুন্নার মামা আব্দুল্লাহ আল মামুন মারপিট, শ্লীলতাহানি ও খুন জখমের ঘটনায় শুক্রবার (২৮ জুলাই) শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের জন্য ক্ষিপ্ত হয়ে আসামী পক্ষের বাবলুর রহমান ও আলম মাঝি কলেজ ছাত্র মুন্নাকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকী দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলা করায় কলেজছাত্র মাহতীর মুন্নাকে জীবন নাশের হুমকী
পূর্ববর্তী পোস্ট