জাতীয় ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোরের নেতৃত্বে প্রতিনিধি দল। তাদের জানিয়ে দিয়েছি, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে বাংলাদেশের নির্বাচন হবে। সরকার (আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার) নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। নির্বাচন কমিশন তিন মাস সরকার পরিচালনা করবে বলেও এসময় তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্যে নির্বাচন কমিশন তিন মাস সরকার পরিচালনা করবে। সরকার মানে প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা নির্বাচন কমিশন স্বাধীনভাবে করতে পারবে। আমরাও মনে করি, অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত একটি নির্বাচন উপহার দিতে পারবে কমিশন।
গুম, খুন ও বিরোধী নেতাকর্মীদের ওপর যে হয়রানিমূলক মামলার অভিযোগ রয়েছে, তা নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয়ে বিশেষ কোনও কথা হয়নি। তারা বলেছে এসব পর্যবেক্ষণ করছে। দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা অনেক কমেছে।
প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এর জবাব দিয়েছি। মন্ত্রী বলেন, প্রতিনিধি দলকে আমরা জানিয়েছি, বিশ্ব খাদ্য সংস্থা জনপ্রতি যে ১২ ডলার সহায়তা দিতো, হঠাৎ তা ৮ ডলারে নামিয়ে আনা হয়েছে। এতে রোহিঙ্গাদের সংকট বাড়বে। কারণ, সেখানে স্থানীয়দের চেয়ে রোহিঙ্গার সংখ্যা অনেক বেশি। স্থানীয়রা শ্রমবাজার হারাচ্ছে, আমাদের বন ধ্বংস হয়ে যাচ্ছে। বৈঠকে এসব অসুবিধার কথা জানিয়েছি প্রতিনিধি দলকে।