
এসএম মুকুল, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলের মাঠে ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল খেলা ১৯ জুলাই (বুধবার) মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করে মাছখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অপরদিকে জোর প্রতিদন্দিতা করে দহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হলে টাইব্রেকারে দহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮-৭ গোলে জয়লাভ করে। পরবর্তীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় মাছখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ব দহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় মাছখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে। খেলায় মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন শাল্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক ওমর আলী ও জ্যোতিষ চন্দ্র। অনুষ্ঠানের প্রধান অতিথি ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান উপস্থিত থেকে খেলার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শিক্ষক আইয়ুব আলী, শংকর বিশ্বাস, শওকত হোসেন, দেবব্রত কর্মকার, বিশ্বজিত ঢালি, কংকন কুমার দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল খায়ের।