বিনো্দন ডেস্ক:
চিত্রনায়িকা পরীমনির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ক’দিন ধরেই অসুস্থ। জ্বরে আক্রান্ত এ শিশুর চিকিৎসা চলছে। বেশ কয়েকদিন ধরেই রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে পরীমনিকে। আর এ যাত্রায় পাশে নেই রাজ্যের বাবা ও পরীমনির স্বামী রাজ। এরইমধ্যে রাজ-পরীর দাম্পত্য কলহের বিষয়টি সামনে এসেছে। জানা গেছে, রাজ্য অসুস্থ হওয়ার পর তার পাশে নেই রাজ। ছেলের অসুস্থতার সময় তাই পরীমনিকে যুদ্ধটা একাই করতে হচ্ছে। জ্বরে আক্রান্ত ছোট্ট রাজ্যর হাতে ক্যানোলা পরানো একটি ছবি পোস্ট করে এ নায়িকা এমনটাই জানালেন। এদিকে সন্তান জ্বরে আক্রান্ত হলেও দোষ দেয়া হচ্ছে পরীমনিকে। এমনটাই জানান দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী।
তিনি লিখেছেন, এই যে বাচ্চার কিছু হলেই মা কে যারা ব্লেইম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধু মাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া।
পরীমনি বলেন, এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। কোনো আইডিয়া আছে তোমার! বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমাণ মানসিক চাপ যায়! তার উপর এই সব বলদামি কথাবার্তা জাস্ট নেয়া যায় না ভাই। তিনি বলেন, আজকে এক স্মার্ট বলদ বলেছে, এত মানুষ থেকে কি লাভ- বাচ্চার যদি জ্বরই আসে। কি করতে মন চায় এখন? তার আগে এক পোস্টে ছেলেকে নিয়ে পরী লিখেন, আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বার বার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল। আজ প্রথমবার তোমার ক্যানোলা করা হলো ব্লাড টেস্টের জন্য! আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই, সামনের এমন আরও কঠিন দিনের জন্য নিজেকে প্রস্তুত করি।