কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিনামূল্যে/ স্বল্পমূল্যে চোখেরছানি অপারেশন কার্যক্রম সম্পর্কে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসার মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবির সম্পর্কে বক্তব্য রাখেন। চক্ষু শিবির সম্পর্কে আরও বক্তব্য দেন ব্র্যাকের প্রোগ্রাম সহকারী মাহবুব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. তরিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলিজিস্ট কাজী নাজমুল হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরওয়ার, সাংবাদিক এমএ সাজেদ, শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলী শাহিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীগণ। উল্লেখ্য আগামী বুধবার কলারোয়া আলিয়া মাদ্রাসার সামনে ব্র্যাকের নিজস্ব ভবনে সাইটসেভার্স এর অর্থায়ানে এবং ব্র্যাক ও বিএনএসও চক্ষু হাসপাতাল, শিরোমনি, খুলনার বাস্তবায়নে একদিনের চক্ষু শিবির পরিচালিত হবে।