নিজস্ব প্রতিবেদক: ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য নিন সেবা দিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে” প্রতিপাদ্য সাতক্ষীরার কলারোয়া থানার লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ জুলাই সকালে কলারোয়া থানার লাঙ্গলদারা ইউনিয়নে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান। এসময় তিনি বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব রকম অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিট পুলিশিং কার্যক্রম এক অনবদ্য অধ্যায়। বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত জানা সম্ভব হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হচ্ছে। বিট পুলিশিং এর মাধ্যমে জনসাধারণের মাঝে আধুনিক সেবা পৌঁছে দিতে পুলিশ রাত-দিন কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ এলাকায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।