
রুবেল হোসেন: সাতক্ষীরা পৌরসভার পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সাতক্ষীরাস্থ ম্যানগ্রোভ সভাঘরে সম্মিলিত নাগরিক আন্দোলনের ব্যানারে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও অতিঃ পিপি কমরেড ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে এ্যাড.সালাউদ্দীন মোহাম্মদ ইকবাল লোদী। কমরেড রওনক বাশারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, অতিঃ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তফা নূরুল আলম, জেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাজাসদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সমন্বয়ক কমরেড খগেন্দ্রনাথ মন্ডল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, শ্রমিক নেতা মকবুল হোসেন, স্বপন শীল, কবি স.ম তুহিন প্রমুখ।
বক্তারা বলেন, “সাতক্ষীরা পৌরসভা কোন আইন কানুন অনুসরণ না করে সম্পূর্ণ বেআইনী ভাবে পৌরসভার সাপ্লাই পানির মূল্য ৩ গুন বৃদ্ধি করেছে। সাতক্ষীরা পৌরসভা কর্তৃক সাপ্লাই পানির মান খুবই নি¤œমানের যা পানের অযোগ্য। পানির মূল্য বৃদ্ধির পূর্বে অবশ্যই পৌর কর্তৃপক্ষকে পানির গুনগত মান নিশ্চিত করতে হবে। পানির গুনগত মান নিশ্চিত না করে মূল্য বৃদ্ধি পৌরবাসী কখনো মেনে নিবে না।”
বক্তারা বলেন, পানির মূল্য বৃদ্ধির পূর্বে সকল গ্রাহককে মিটারের আওতাভুক্ত করতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন পূর্বক দায়ী পৌর কর্মচারীদের শাস্তির আওতায় আনতে হবে।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভা পানির যে মূল্য বৃদ্ধি করেছে তা “পৗরসভা পানি সরবরাহ আদর্শ উপ আইনমালা-১৯৯৯” এর ১১ বিধিমালা অনুসরণ পূর্বক না হওয়ায় বেআইনী পানির মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার পূর্বক পূর্বের নির্ধারিত মূল্যে পানি নিশ্চিত করতে হবে। যেসব গ্রাহক পানি পাচ্ছেন না অথচ তাদের পানির বিল দিতে হচ্ছে তাদের পানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ”
সংবাদ সম্মেলন থেকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর চতুর্থ অধ্যায় মোতাবেক সরকার কর্তৃপক্ষের অনুমোদন এবং গেজেট প্রকাশিত না হওয়ায় বেআইনী পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহারের জন্য পৌর কর্তৃপক্ষকে ৩ দিনের আল্টিমেটাম দেন সম্মিলিত নাগরিক আন্দোলন। ৩ দিনের মধ্যে পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা না হলে পৌর মেয়রের কক্ষে গণঅবস্থান কর্মসূচীর হুশীয়ারী দেন নেতৃবৃন্দ।