
তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান এড. এস এম আসাদুর রহমান সেলিম এর সেজ ভাই, নলতা ইউপির আরেক সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্জ ইছাহক আলী সরদারের সেজ ছেলে মো. জাকির হোসেন সরদারের চেহেলাম উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার বিকালে নিজস্ব বাসভবনে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ্জ মো. শামসুল হুদা ও পেশ ইমাম আলহাজ্জ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজিজী। মিলাদ শরীফ পরিচালনা করেন হাফেজ মো. হাবিবুর রহমান। সবশেষে মরহুম জাকির হোসেন সরদার, তার পিতা-মাতা সহ সকল মুদ্দারদেরদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা।
মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মো. শাহাদাৎ হোসেন, মরহুমের ভ্রাতা এস এম খলিলুর রহমান, হাবিবুর রহমান বাবলু, এস এম আসাদুর রহমান সেলিম, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তা আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবুল হোসেন পাড়, আলহাজ্জ মো. শহিদুল ইসলাম পাড়, চাম্পফুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ মোড়ল, মো. আব্দুর রাজ্জাক মোড়ল, প্রভাষক ও সংবাদকর্মী মো.মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক আহছান রউফ চান্দু, আলহাজ্জ মো. নজরুল ইসলাম, মাওলানা রফিকুল হাসান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা জহুরুল ইসলাম, হাবিবুর রহমান, ইউপি সদস্য আশরাফ উদ্দিন খান, আহম্মদ আলী গাজী আব্দুল্লাহ, শহিদুল ইসলাম, সাবেক সদস্য আব্দুস সাত্তার মোল্লা, আলহাজ্জ আব্দুর রশিদ, মো.ইসরাইল হোসেন,মরহুমের পুত্র রাতুল, জামাতা আমিরুল ইসলাম, অন্যান্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী তথা বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মুসল্লী।
উল্লেখ্য, বেশকিছুদিন যাবৎ হার্ট ও দুটি কিডনির সমস্যায় ভোগার পর গত ২৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৬ টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন জাকির হোসেন সরদার (৬০)। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, ৪ ভ্রাতা, ২ বোন, জামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।