বিশেষ প্রতিবেদক, তালা: তালা উপজেলার পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সড়কটি মরনফাঁদে পরিনত হয়েছে। এ পরিনতি প্রায় ১০ বৎসর যাবৎ জন ভোগান্তির স্বিকার ছাত্র ছাত্রীসহ সর্বস্থরের জনগন। তালা উপজেলার পাটকেলঘাটায় থানাধীন পাটকেলঘাটা বাজারটি একটি বানিজ্যিক শহরে রুপান্তরিত হয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার কেনাবেচা হত ব্যাবসায়িদের। প্রায় ৫ হাজারের মত ছোটবড় ব্যাবসা প্রতিষ্টান রয়েছে এই বাজারটিতে।
বাজারের ভিতর বাহিরের সকল রাস্তার অবস্থা চিত্র একই। পিচের রাস্তাগুলো খাদে পরিনত হয়েছে। পানি কাদায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা করুন পরিস্থিতির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ফলে ক্রেতারা কমে গেছে বাণিজ্যিক শহরটিতে। এমনকি উক্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রির সংখ্যা প্রায় দু হাজার তাদের স্কুলে যাতায়াতের রাস্তাটির অবস্থা করুণ থাকায় বিড়াম্বানায় স্বীকার হচ্ছেন তারা? এতে করে আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে এই বাণিজ্যিক শহরটির। ফলে জনগন স্বাভাবিক ভাবে চলাচল করতে না পারায় কেনাবেচা কমে গেছে।
স্কুলের ছেলে মেয়েরা কাদাপানিতে বছরের পর বছর চরম ভোগান্তির মধ্যে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। এ যেন দেখারকেউ নেই ? এই অবস্থার কারনে সরকারের উপর জনগনের ক্ষোভ তৈরী হচ্ছে। সাধারণ ব্যাবসায়ী, জনগণ ও ছাত্রছাত্রীর প্রশ্ন, এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে? সাথে সাথে এই পরিস্থিতি থেকে জনগনকে বাঁচাতে সাতক্ষীরা জেলা প্রশাসক দপ্তর হতে প্রধানমন্ত্রীকে অবহিত করার দাবিসহ সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়েছে।