জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: প্রতিবেশির বাড়ী থেকে মায়ের হাত ধারে নিজ বাড়িতে আসার সময় ভ্যানের সাথে ধাক্কা লেগে সামিয়া পারভীন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সমশের আলমের কন্যা।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মায়ের সাথে নিজ বাড়ীতে ফেরার সময় হাত ফসকে রাস্তার উপরে উঠে যায় সামিয়া। এসময় দ্রুত গতির একটি মোটর ভ্যান তাকে চাপাদেয়। ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সামিয়া। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে মারা যায় সে।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করেন।