সাতনদী ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় বাক্কার গাজীর মৎস ঘেরে বিষ প্রয়োগ ও বেড়িবাঁধ কেটে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রতি দিনের ন্যায় সকালে নিজের মৎস ঘেরে যান গাবতলা গ্রামের বাক্কার গাজী। এসময় পানির উপরে মরা মাছ ভাসতে ও ঘেরের বেড়িবাধ কাটা দেখতে পান। তাৎক্ষণিক তিনি জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ঘটনাস্থল পরিদর্শন পাটকেলঘাটা থানা পুলিশ। ঘের মালিক বাক্কার গাজী জানান, ঘেরের জমি নিয়ে ১৪৫ ধারায় একই এলাকার রাজ্জাক গংদের সাথে মামলা চলমান আছে। ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেওয়া আছে। তার পরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা, বেড়িবাধ কাটা ও বেড়িবাঁধে চাষ করা ফসলি জমি নষ্ট করার সুষ্ঠ বিচার দাবী করছি।
নগরঘাটায় মৎস ঘেরে বিষ প্রয়োগ ও বেড়িবাঁধ কাটার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট