পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌর মেয়র মো. সেলিম জাহাঙ্গীর পৌর ভবনে আনুষ্ঠানিক ভাবে ৫৯ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫ শত ১৮. ৯১ টাকার বাজেট ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টেঁকসই উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন। বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন অফিস ইনচার্জ মো. রফিকুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও প্যানেল মেযর মাহাবুবুর রহমান রঞ্জু। প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, প্রকৌশলী নূর মোহাম্মদ, এসআই শ্যামপসাদ, মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর কবিতা রানী দাশ, আসমা আহম্মেদ, রাফিজা খানম, অহেদ আলী গাজী, আলাউদ্দিন গাজী, রবি শংকর মন্ডল, মো. গফফার মোড়ল, যুবলীগের এমএম আজিজুল হাকিম, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, পৌর কর্মচারী শেখ জিয়উর রহমান, মৃনাল কান্তি সানা, উত্তম ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, বাজেটে ২৬ লাখ ৩ হাজার ১০৯ টাকা ৮৩ পয়সা রাজস্ব উদ্বৃত্ত রেখে সর্বমোট রাজস্ব আয় দেখানো হয়েছে ১৬ কোটি, ২লাখ ১৮ হাজার ২০৯ টাকা ৮৩ পয়সা। আর মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি, ৭৬ লাখ ১৫ হাজার ১শ টাকা, মোট প্রকল্প আয় ও ব্যয় উভয় (আইউআইডিপি) ১ কোটি ৪৮ লাখ ০৭ হাজার ১ শত ৬৩ টাকা করে, উভয় প্রকল্প আয় ও ব্যয় (জলবায়ু) ১ কোটি, মোট কোভিড-১৯ প্রকল্প আয় ও ব্যয় ৩ কোটি করে, ভবন নির্মাণ আয় ও ব্যয় ২ কোটি ২১ লাখ ৯০ হাজার ৯ শত ৮৬.৪১ টাকা, মোট প্রকল্প আয় ও ব্যয় (সিটিইআইপি-২) ৩০ কোটি, মোট আয় ৫৯ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫ শত ১৮. ৯১ টাকা এবং ব্যয় ৫৯ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৪ শত ০৯. ০৮ টাকা।