নজরুল ইসলাম, তালা: তালায় শত সংগ্রামে অজ¯্র গৌরবে স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শোভাযাত্রা আনন্দ মিছিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে তালা উপজেলা আ.লীগের আয়োজনে তালা উপ-শহরে এক শোভাযাত্রা আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
বক্তব্য রাখেন তালা উপজেলা আ.লীগের সি.সহ-সভাপতি খোরশেদ আলমসহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ,জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক রাজিব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা জেবুনেুচ্ছাা খানম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মেম্বার ইয়াছিন সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমানসহ ইউনিয়ন আ.লীগে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।