নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২২ জুন) সাতক্ষীরার শহরের বিভিন্ন ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি। জেলা স্যানিটরি ইন্সপেক্টর রথীন্দ্র নাথ সরকার, জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস’এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার শহীদ কাজল সরণির সামি ইলেকট্রনিক এ ২ হাজার টাকা ও উপহার ইলেকট্রনিক’এ ৩ হাজার জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠান দুটি নির্ধারণ মূল্য অপেক্ষা বেশি মূল্যে ইলেকট্রনিক সামগ্রী বিক্রয়ের অপরাধে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ইলেকট্রনিক দোকান মনিটরিং
পূর্ববর্তী পোস্ট