নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগর বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগি মোঃ আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগরের ভূরুলিয়া ইউনিয়নে প্রতিপক্ষ বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌ: কা: বি: ১৪৫ ধারা মোতাবেক পিটিশন ১০২৩/২৩ (শ্যামরগর) মামলা করার ফলে আদালতের নির্দেশনা মোতাবেক শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এবং তদন্ত করার লক্ষে শ্যামনগর থানাকে দায়িত্ব প্রদান করেন। এব্যাপারে ২১ জুন ২০২৩ তারিখ দিন ধায্য আছে। শ্যামনগর থানা থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নোটিশ প্রদান করায় মো. আব্দুল্লাহ আল মামুন সকল প্রকার কার্যক্রম স্থহিত রাখে। কিন্তু আদালতের আইন অমান্য করে ১৭ জুন সকাল ৮টার দিকে মো. সামছুর রহমানের নেতৃত্বে লিয়াকত মাঝি, আমজাদ মাঝি উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে নির্মিত ঘরে লোকজন উঠিয়ে জবর দখলের চেষ্টা করে। এসময় রিড়া প্রাইভেট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মী তানজিলা বেগম, আলেয়া বেগম গিয়ে তাদের বাধা প্রদান করলে বিবাদীরা তাদের মারপিট করে জখম করে। এব্যাপারে আদালতের ফৌ: কা: বি: ১৪৫ ধারা পিটিশন ১০২৩/২৩ (শ্যামরগর) মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীদের অনধিকার প্রবেশসহ সকল কার্যক্রম বন্ধ করার দাবীতে জানিয়ে শ্যামনগরের সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত আবেদন জানিয়েছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন।