স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভে কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠন প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মনিরুল ইসলামের স্বাক্ষরে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে এইচ এম মনির হোসেন, সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হিসেবে রিফায়েত হোসেনকে মনোনীত করা হয়। এছাড়া সহ- সম্পাদক মোস্তাকিম বিল্লাহ্, সাংগঠনিক সম্পাদক এসএম মাসুৃম বিল্লাহ্, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, প্রচার সম্পাদক জি.এম তারেক মনোয়ার, চিকিৎসা বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাও. শফিউল আলম (জনি), নারী বিষয়ক সম্পাদক হালিমাতুস সাদিয়া এবং সদস্য নুসরাত জাহানকে মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়। এসময় নতুন কমিটি তাদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে এবং সংগঠনকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
দেবহাটায় মানবিক সংগঠন আমাদের টিম পরিবারের কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট