অনলাইন ডেস্ক :
ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার রাতভর রাশিয়ার ছোড়া ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বিধ্বস্ত রাশিয়ান ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে কিয়েভের ভবনের ক্ষতি হয়েছে এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কিয়েভের ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর দপ্তরের চারপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তার মধ্যে ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।
তিনি আরও বলেন, গত ছয় দিনে ইউক্রেনের রাজধানীতে এটি ষষ্ঠবারের মতো হামলা চালিয়েছে রুশ বাহিনী। সর্বশেষ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয়ই ব্যবহার করেছে রাশিয়া।
পপকো বলেন, তিনি ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থার প্রশংসা করেন। আকাশ থেকে সারফেস ক্ষেপণাস্ত্র এবং ইরানের তৈরি শাহেদ আক্রমণ ড্রোনগুলো প্রতিহত করার জন্য বাহিনীকে ধন্যবাদ জানান।
পপকো বলেন, ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।