নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুরে আপন চাচা ও দালাল চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভাইজি আয়েশা খাতুন। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়েশা খাতুন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আয়েশা খাতুন বলেন, আমার নিকট থেকে মাসুদ রানার ২শতক জমি ক্রয় করে দোকানঘর নির্মাণ করে মো. দিদারুল এর কাছে ভাড়া প্রদান করেন। এরপর থেকে আমার চাচা আব্দুর রশিদ ও রবিউল ইসলামসহ কয়েকজন উক্ত সম্পত্তি দখলের পায়তারা চালাচ্ছে। মাসুদ রানা উক্ত জমিতে একটি দোকানঘর স্থাপন করে মো. দিদারুলের নিকট ভাড়া প্রদান করার পর আমার চাচা আব্দুর রশিদ ও রবিউল ইসলাম পুনরায় উক্ত সম্পত্তি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। আয়েশা খাতুন বলেন, জমিজমা সংক্রান্ত এসব ষড়যন্ত্র থেকে রেহায় পেতে ইতোপূর্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দিই। ব্রাহ্মরাজপুর মৌজায় ক্রয়কৃত ও পৈতৃক ৫.৬৬ শতক জমি আমার ভোগদখলে রয়েছে। যার খতিয়ান নং- ১৬৪৫ ও দাগ নং- ৮৩৬১। যা ব্রাহ্মরাজপুর বাজার সংলগ্নে অবস্থিত। আয়েশা খাতুন বলেন, গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে চাচা আব্দুর রশিদ ও চাচাতো ভাই আলমগীর হোসেন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার তফসিল জমিতে এসে জবরদখলের চেষ্টা করে। আমি ও আমার স্বামী গোলাম মোস্তফা বাঁধা দিলে তাঁরা আমাদের লাঠি পিটিয়ে জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরআগেও এই জমি জবরদখল করতে আসায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করি। সে-সময় আমার চাচা আব্দুর রশিদ ও চাচাতো ভাই আলমগীর হোসেন থানায় হাজির হয়ে মুচলেকা দেয় যে, তারা ভবিষ্যতে এই জমিতে যাবেনা। দখল করার চেষ্টা করবে না। কিছুদিন যেতে না-যেতেই তারা আবারও জমিটি দখলের পায়তারা চালাচ্ছে।
দোকান ঘরের বর্তমান ভাড়াটিয়া মো. দিদার বলেন, আমি মাসুদ রানার নিকট থেকে দোকান ঘর বরাদ্দ নিয়েছি। দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মামালাল উঠানো হয় কিন্তু জমির পুর্বের মালিকের চাচা আব্দুর রশিদ ও রবিউল দোকানের তিনটি তালা ভেঙ্গে ভাংচুর ও মালামাল লুটপাট করে। বর্তমানে আমি দোকান ঘরে ব্যবসা করতে পারছি না। এব্যাপারে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদগ সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবারটি।
ব্রাহ্মরাজপুরে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে চাচার বিরুদ্ধে ভাইজির সংবাদ সম্মেলন
পূর্ববর্তী পোস্ট