
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় তিনটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকার একটি কফি শপের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কলারোয়া উপজেলার নারানপুর গ্রামের আজিজ সরদারের ছেলে আব্দুল বারী (৫০) ও তার ছেলে রেজওয়ান সরদার (২৪) ও একই এলাকার ওমর ফারুকের ছেলে মাহমুদ (২৫)। অপরদিকে আহতরা হলেন, সদর উপজেলার খানপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রায়হান (২৮) ও রইচপুর গ্রামের আব্দুল হাকিম (৩০)। প্রত্যক্ষদর্শীদের বরাতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, রেজওয়ান ও তার পিতা কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিল। পথিমধ্যে বাইপাস সড়কের বকচরা এলাকা কফি শপের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল বারী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর নিহত বারীর আহত পুত্র রেজওয়ান ও ওমর ফারুকের পুত্র মাহমুদ (২৫) খুলনা মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয়। ওসি আরো জানান, ওই সময় রায়হান ও হাকিম নামে দুই যুবক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহতদের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা রয়েছে।