
নিজস্ব প্রতিবেদক: গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে চপলা রানী দাশ (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা কুমিরা গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী। নিহতের ছেলে আনন্দ কুমার দাশ জানায়, সকাল ৯ টার দিকে তার মা গোসল করতে পুকুরে যায়। গোসলের কোন একসময় তার মা পুকুরের পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশিরা পুকুরে গোসল করতে গিয়ে মাকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে।পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে মাকে মৃত ঘোষনা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মৃত্যুরর বিষয়টি তিনি শুনেছেন । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।