নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ রমজান) বিকালে পলাশপোল সেটেলমেন্ট অফিসের সামনে প্রতি বছরের ন্যায় ঈদ সামগ্রী হিসেবে ৩ শতাধিক মানুষের মাঝে এ সেমাই চিনি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সিনিয়র সহ সভাপতি মিলন রায়, পৌর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক ফখরুল আহমেদ খান সাগর, জেলা ভূমিহীন সমিতির সদস্য হোসেন মিস্ত্রি, মনিরুল ইসলাম মনি, ফিরোজুল ইসলাম রানা, আফতাবুজ্জামান খাঁ চৌধুরী, শোভনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।