নিজস্ব প্রতিবেদক: হিফজুল কোরআন কোর্স সফলতার সাথে সমাপ্ত করায় প্রথানুযায়ী সম্মানিত হাফেজদের পাগড়িসহ সনদ প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বুধবার সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ রুমে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও হাফেজদের পাগড়িসহ সনদ প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, বিশিষ্ট সমাজসে বক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।
এসময় ৩০ পারা কোরআনের হাফেজ ফিরোজ হাসান, আরিফিন ইসলাম কে পাগড়ি পরান হয় ও সনদপত্র বিতরণ ও পবিত্র কোরআন, নামাজের পাটি সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুল মহিদ, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু ,সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ নাছির উদ্দিন, মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল সহ শিক্ষক অভিভাবক সুশীল সমাজের নেতৃবৃন্দ।