লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটায় রাসায়নিক দ্রব্য মেশানো ২০১ ক্যারেট (৫ টন) অপরিপক্ক আম জব্দের পর বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার সময় দেবহাটা শহীদ মিনারের সামনে ফুটবল মাঠে প্রকাশ্যে এসব রাসায়নিক মেশানো জব্দকৃত আম গাড়ির চাকায় পিষে বিনষ্ট করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এরআগে ভোররাতে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের গাজীরহাট এলাকায় ব্যারিকেড দিয়ে এসব অপরিপক্ক আম বোঝাই দুটি পিকআপ আটক করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত গ্রামপুলিশরা। পরে সেগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।
আম বহনকারী পিকআপের চালকরা জানান, কালিগঞ্জ থেকে কয়েকজন অসাধু ব্যবসায়ী এসব রাসায়নিক মেশানো অপরিপক্ক আম পিকআপে করে জামালপুরে পাঠাচ্ছিলেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্ধারিত সময়ের আগেই অসাধু ব্যবসায়ীরা গাছ থেকে আম ভেঙে তা পাকানোর জন্য রাসায়নিক মিশিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করছে। গত কয়েকদিনে অন্তত ২০ টন রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ ও বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের নজর এড়াতে এসব ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করছে। সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।