বিনোদন ডেস্ক :
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন প্রযোজক রহমত উল্লাহ। গত ১৩ এপ্রিল ঢাকা মহানগর হাকিম রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের পেশকার নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি নিয়ে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।
গত ২৭ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।