এসএম মুকুল, ব্রহ্মরাজপুর (সদর) থেকে: সাতক্ষীরা সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলে পহেলা বৈশাখ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ মহসিন উদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন সহকারী শিক্ষক সুকুমার সরকার আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমেশ সরদার,আকলিমা খাতুন, মোস্তাফিজুর রহমান সহকারী প্রধান শিক্ষক কঙ্কনা কুমার দাশ। পহেলা বৈশাখের উপর গান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভাপতি তার বক্তব্যে সব ভেদাভেদ ও অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে সকলকে একসাথে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।