বিনোদন ডেস্ক:
বৃষ্টি প্রায় সবারই ভালো লাগে তবে বেশ কিছু সময় তা কাল হয়ে দাড়ায় সাধারণের জন্য। আর এবার এমন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার পরিচালক স্বামী ভিগনেশ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভিগনেশ ও নয়নতারাকে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। মাথায় নীল ছাতা আর হাতে একটি ব্যাগ। ভিডিওর ক্যাপশনে লেখা, বৃষ্টিতে ভোগান্তির শিকার এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন লেডি সুপারস্টার নয়নতারা ও ভিগনেশ।
এ তাদের মহানুভবতা। ভিডিও দেখে নয়নতারাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। ২০১৫ সালে দক্ষিণী পরিচালক ভিগনেশের সঙ্গে সম্পর্কে জড়ান নয়নতারা। গত বছরের জুন মাসে বিয়ে করেন তারা।
তারপর ৯ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় ভিগনেশ জানান, উইয়ার ও উলাগাম নামের দুই যমজ সন্তানের বাবা-মা হয়েছেন তারা। কিন্তু, বিয়ের চার মাসের মধ্যেই কীভাবে যমজ সন্তানের মা হলেন নয়নতারা?
তা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রশ্নের জবাবেই হলফনামা দিয়ে নয়নতারা জানান, বছর ছ’য়েক আগেই তিনি ভিগনেশের সঙ্গে আইনি বিয়ে সেরে রেখেছিলেন। আর এক আত্মীয়ই তার যমজ সন্তানের জন্মদাত্রী মা। সারোগেসির কোনও নিয়ম ভাঙেননি বলেও জানিয়েছেন তারকা দম্পতি।